ফজলু ভাই বড়ো ভালো মানুষ ছিলেন – জানাযায় সর্বস্থরের মানুষের অংশ গ্রহন

আহাদ চৌধুরী বাবু: একজন মানুষের প্রতি কতোটুকু শ্রদ্ধা ভালবাসা থাকতে পারে তার উদাহরন আজকে ইষ্ট লন্ডনের এল এমসি গ্রাউন্ড ফ্লোর ৷

বারিস্টার ফজলুল হক একজন মৃদুভাষী শিক্ষিত সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন ৷

তার গুনের কথা অসময়ে চলে যাওয়ায় গত তিনদিন যাবত কমিউনিটিতে আলোচিত হচ্ছে ।

ব্যারিষ্টার, শিক্ষক,সমাজকর্মী, রাজনৈতিক বিভিন্ন পদের অধিকারী হয়েও তিনি ছিলেন সাদা মনের মুক্ত মানুষ । আজ বাদ জুম্মা অনুষ্ঠিত জানাযায় দলমত নির্বিশেষে বিভিন্ন স্থরের মানুষের উপস্হিতি তার মরদেহ দেখতে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়৷

এল এমসি হল ছিলো পরিপূর্ণ ৷ উল্লেখ্য যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সহসভাপতি, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সেক্রেটারী বারিস্টার ফজলুল হক ফজলু ক্যানসারে আক্রান্ত হয়ে বুধবার সকাল ১০টায় কিং জর্জ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

তবে একটি বিষয় উঠে এসেছে সবার কণ্ঠে ফজলু ভাই মানুষটা বড়ো ভালো ছিলেন ৷

জানাযা শেষে তাকে হেনল্টের গার্ডেন অব পিসে সমাহিত করা হয়৷

ACB#17

Advertisement