ব্রিট বাংলা ডেস্ক : গত মাসের প্রথম থেকেই শুরু হয়েছে ছোট পর্দার শুটিং। এই সময়ে অনেক তারকা ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু শুটিং শুরু হওয়ার মাস পেরিয়ে গেলেও দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। অবশেষে গত সোমবার তিনিও আসছে ঈদের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন। এর আগে এই অভিনেত্রী সর্বশেষ গেল ১৮ই মার্চ শুটিং করেন বলে জানান। ‘প্রাণপ্রিয়’ শিরোনামের নাটকের মধ্য দিয়ে আবার কাজে ফিরেছেন তিনি। এটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিপরীতে। এই অভিনেতাও এই নাটকের মধ্য দিয়ে প্রায় চার মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।
নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। মেহজাবিন বলেন, আমাদের পরিস্থিতি ভালো না। কিন্তু অনেক দিন কাজও হচ্ছে না। অনেকে এরমধ্যে শিডিউল চেয়েছেন। কিন্তু এই নাটক ছাড়া আর কাউকে এখনো শিডিউল দিইনি। তবে অনেকের সঙ্গে নাটক নিয়ে কথা হয়েছে। এটির মধ্য দিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম কতটা নিরাপদে কাজ করা যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে পরের
কাজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবো। করোনার এই সময়ে ঘরবন্দি সময় কেমন কাটলো মেহজাবিনের? উত্তরে তিনি বলেন, বলতে পারেন এই সময়ে আমি একটা বিরতি নিয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের মতো সময় কাটানোর চেষ্টা করেছি। এই সময়ে অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। নিজের মতো করে থাকার জন্যই এমনটা হয়েছে। এই অভিনেত্রী নাটকের গল্প নিয়েও কথা বলেন। তার ভাষ্য, এই সময়ে সব ধরনের গল্পে কাজ করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে যেসব গল্পে কাজ করার সুযোগ থাকবে সেই কাজগুলোকে প্রধান্য দেবো। আমাদের এখন কাজের পাশাপাশি নিজেকেও সুরক্ষিত রাখতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গল্প নির্বাচনে সতর্ক থাকতে হবে। গেল ঈদে এই অভিনেত্রীর কয়েকটি নাটক বেশ প্রশংসিত হয় দর্শকমহলে। এরমধ্যে মহিদুল মহিমের ‘ফটো ফ্রেম’ নাটকটিতে মেহজাবিনকে চা বিক্রেতা রূপে দেখা গেছে। তার দুর্দান্ত অভিনয়শৈলী নজর কেড়েছে দর্শকদের। এটিতে তিনি জুটি বাঁধেন আফরান নিশোর সঙ্গে।