ফিলিপাইনে জঙ্গি হামলায় ৫ সেনাসহ নিহত ১০

ব্রিট বাংলা ডেস্ক : ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় জেলা শহরে দুটি ভয়াবহ হামলায় পাঁচ সেনা সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। এতে ১৬ সেনা সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় দুপুরে জুলু দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা চালায় বলে দাবি দেশটির নিরাপত্তা কর্মীদের। খবর নিউইয়র্ক টাইমসের।

সেনাবাহিনীর একটি ট্রাকের কাছে মোটরসাইকেল বোঝাই ইম্প্রুভাইজড বিস্ফোরকের (আইইডি) মাধ্যমে এ হামলা চালানো হয়। এতে ৫ সেনাসহ ৯ জন নিহত হন।

দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে আক্রান্ত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে একজন নিহত ও ১৭ জন আহত হন।

এর আগে ২০১৯ সালে একটি ক্যাথলিক গির্জার ভেতরে হামলার ঘটনায় ২০ জন নিহত হন। তার কাছেই সোমবার এ হামলার ঘটনা ঘটল।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইসলামী জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যোগসূত্র থাকা আবু সায়াফ গোষ্ঠীর শক্তিশালী প্রভাব রয়েছে জুলুপ্রদেশে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাওয়ের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই করে আসছে গোষ্ঠীটি।

Advertisement