ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার যে অভিযোগ

ব্রিট বাংলা ডেস্ক :: ফিলিস্তিন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় জাতিসংঘের সিদ্ধান্ত অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ অভিযোগ করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র মধ্য দিয়ে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ রুদ্ধ করছে । এর মধ্য দিয়ে তারা ফিলিস্তিনিদের বৈধ অধিকার এবং ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় নতুন ফর্মুলা পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ফর্মুলাকে ‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ শিরোনামে উল্লেখ করা হয়।

মার্কিন পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনিতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ উন্নয়ন প্রকল্প গাজা ও পশ্চিম তীরের অবকাঠামো উন্নয়ন করবে পাশাপাশি ফিলিস্তিনি জনগণকে শক্তিশালী করবে।

মার্কিন অর্থনৈতিক পরিকল্পনার বিতর্কিত আলোচনা স্পষ্টভাবে মতবিরোধের ইঙ্গিত করে। বিশেষকরে ফিলিস্তিনিরা এটি প্রত্যাখ্যান করেছেন।

Advertisement