ফেনী পৌরসভার ৯ কেন্দ্রে একটি ভোটও পাননি বিএনপির প্রার্থী

ব্রিট বাংলা ডেস্ক :: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ফেনী পৌরসভা নির্বাচনের ৯টি কেন্দ্রে একটি ভোটও পাননি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলালউদ্দিন। শনিবার রাতে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার এক ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পায়নি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। বেসরকারিভাবে ঘোষিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট।

Advertisement