ব্রিট বাংলা ডেস্ক :: ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেতা তাসকিন রহমান।
এরপর বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে অস্ট্রেলিয়া প্রবাসী এই বাংলাদেশি অভিনেতাকে।
এবার জানা গেল, তাসকিনের স্ক্রিনের বাইরের অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের একটি খবর।
তা হলো- বিয়ে করেছেন তাসকিন। নারায়ণগঞ্জের মেয়ে জান্নাত ফেরদৌসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
দুই পরিবারের সম্মতিতেই আট-নয় মাসের প্রেমকে পরিণতি দিলেন তাসকিন। একটি গণমাধ্যমকে তাসকিন জানিয়েছেন, গত ১০ জুন দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আকদ সম্পন্ন হয়েছে তাদের। সুযোগ ও সময় বুঝে আগামী মাসের যেকোনো সময়ে বিয়ের আনুষ্ঠানিক আয়োজনটা সেরে ফেলবেন।
জানা গেছে, তাসকিনের নববধূ জান্নাত ফেরদৌস নারায়ণগঞ্জের মেয়ে হলেও তার শৈশব-কৈশর কেটেছে ইতালিতে। বাংলাদেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন গত পাঁচ বছর ধরে।
গত আট-নয় মাস আগে একটি অনুষ্ঠানে জান্নাতের সঙ্গে দেখা হয় তাসকিনে। এরপর থেকেই কম-বেশি আলাপচারিতা। সেখান থেকে ঘনিষ্ঠতা। দুজন দুজনার প্রেমে পড়ে যান। এমনটাই জানালেন তাসকিন।
তিনি বলেন,‘যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি। আর বিয়ের করারও পরিকল্পনা আছে, তাই দেরি না করে বিয়েটা করে ফেলছি।
শুভ কাজে দেরি করতে নেই বলে হেসে দেন এই অভিনেতা।
উল্লেখ্য, এর আগেও বিয়ে করেছিলেন তাসকিন। ২০১৭ সালে নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। তবে ওই সংসার বেশি দূর গড়ায়নি। সে হিসেবে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
প্রসঙ্গত, তাসকিনের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘যদি একদিন’। বর্তমানে ‘শান’ ছবির কাজে বেশ ব্যস্ত তিনি।
এছাড়া দীপঙ্কর দীপন পরিচালিত ‘মিশন এক্সটিম’ ছবি নিয়েও তার ব্যস্ততা কম নয়। এই ছবির প্রধান দুটি চরিত্রে আছেন আরেফিন শুভ ও ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।
‘ঢাকা অ্যাটাক’ছবির এই সিকুয়েলেও তাসকিনকে ভিন্ন ধরণের এক নেগেটিভ চরিত্রে দেখা যাবে।