মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস-ফ্রান্স:
ফ্রান্সে ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপিয়ান কালচার অর্গানাইজেশনের আয়োজনে সোমবার অনুষ্ঠিত হয় ভাষা ও সংস্কৃতি উৎসব ২০১৮ । প্যারিসের অদূরে মেরি দ্য ক্লিশি শহরে বভিনি (বভিনি জেলার) জোনের এই উৎসবে বাংলাদেশসহ ১৮টি দেশের সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশের পক্ষে প্যারিসের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী অংশগ্রহন করে।
বৈচিত্র্যময় ও জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরে গান ও নৃত্য পরিবেশন করা হয় । বাংলাদেশি নৃত্য পরিবেশন করেন নিপছি হোসাইন, নিধুয়া হোসাইন ও আরশি । এছাড়াও অনুষ্ঠান স্থলে নিজ নিজ দেশের স্টলও ছিল । উৎসবে উপস্থিত ছিলেন স্বরলিপি শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্ঠা কাজী এনায়েত উল্লাহ, সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক রুমানা মনসুর, মোস্তাক, কামিল তাহসিন ও মোহাম্মদ আলী ।
উৎসব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক দল ও শিল্পীদের ক্রেস্ট প্রদান করা হয়।