ফ্রান্সে ৪ এমপি করোনায় আক্রান্ত; গণজমায়েত নিষিদ্ধ

ব্রিট বাংলা ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির পার্লামেন্টের চারজন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষিতে দেশটিতে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ১ হাজার জনের বেশি মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, হাজারের বেশি মানুষের জমায়েত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে ক্ষেত্রবিশেষে সেটিও এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি জানান, যেকোনো রকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলি দেশের স্বার্থে জরুরী সেগুলিকে অনুমতি দেওয়া হবে।

ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯। আক্রান্তের সংখ্যা ১২০৯ জন।

এর আগে ফ্রান্স সরকার বদ্ধ জায়গায় জমায়েত করায় নিষেধাজ্ঞা এনেছিল, যেখানে ৫০০০ বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। একটি নোটিশ ইস্যু করে নিশেধাজ্ঞার কথা জানানো হয়েছিল।

Advertisement