বাংলাদেশি করোনা রোগী নদী সাঁতরে ভারতে, ফেরত পাঠাল বিএসএফ

ব্রিট বাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত এক জন বাংলাদেশি কুশিয়ারা নদী সাঁতরিয়ে ভারতের করিমগঞ্জে পৌঁছালে সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। সুনামগঞ্জের বাসিন্দা ৩০ বছর বয়সি আবদুল হক গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বিষয়টি গোপন করে রবিবার তিনি সাঁতরিয়ে করিমগঞ্জের মুবারকপুরে চলে যান। তাকে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে বিএসএফ এসে আবদুল হককে আটক করে। এতে ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জে সি নায়েক সাংবাদিকদের বলেন, সাঁতরে আসা আবদুল হক করোনায় আক্রান্ত কিনা তা জানা যায়নি। তবে তার শরীরে জ্বর ছিল। বিকালে বিজিবির সদস্যরা দুটি নৌকা নিয়ে এসে আবদুল হককে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন। আবদুল হক জানান, তিনি করিমগঞ্জে করোনার চিকিত্সা নিতে যাচ্ছিলেন। জে সি নায়েক সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতে কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা এ কাজে সহায়তা করছে বলেও তিনি জানান।

Advertisement