বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যে পাঁচ দেশ

মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল কয়েকটি দেশ। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পাঁচটি দেশ। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো যে পাঁচ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে-

ভারত: দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকার পর রোববার থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বাংলাদেশের। এয়ার বাবল চুক্তি অনুযায়ী, রোববার থেকে ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরু হলেও ঢাকা-দিল্লি রুটে বিমান চালু হবে ৮ সেপ্টেম্বর থেকে।

তুরস্ক: শনিবার থেকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল চালু হয়েছে বলে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তুরস্কে যেতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর এর নেগেটিভ টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে।

Advertisement