আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বৃদ্ধির আশংকায় নিজ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও অস্ট্রেলিয়ার হাইকমিশন।মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমোনেস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে সতর্কতা জারি করা হয়। এ ছাড়া আলাদা বিবৃতিতে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ান হাইকমিশন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় আসার দিনই দূতাবাসের পক্ষ থেকে সতর্কতার ঘোষণাটি দেয়া হলো।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলও দুই সপ্তাহের সফরে ঢাকায় রয়েছে।এসব উচ্চ পর্যায়ের সফরের মধ্যে বুধবার ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি।
যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এর মধ্যেই রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ ও অন্যান্য নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যে কোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্র দূতাবাস আরও বলে, ‘আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতেও হবে।এ ছাড়া পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।অন্যদিকে নাগরিকদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ার হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে নির্বাচনের আগপর্যন্ত জনগণের বিক্ষোভ এবং সমাবেশসহ রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে।এসব বিক্ষোভ-সমাবেশ সহিংস হয়ে উঠতে পারে’ উল্লেখ করে অস্ট্রেলীয় নাগরিকদের বিক্ষোভ এবং সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয় বিবৃতিতে।