বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে নতুন কমিটি গঠন সভাপতি সাব্বির হোসেন সেক্রেটারি সুহেল

ব্রিট বাংলা ডেস্ক:

দেহ-মনে সুস্থতায় ক্রীড়া”স্লোগানকে ধারণ করে এবং ক্রীড়ার মাধ্যমে ব্রিটেন এবং বাংলাদেশের সেতু-বন্ধনে ২০১০ সালে গঠিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের ৩য় বারের মতো নতুন কমিটি গত ২৩-শে জুন বার্মিংহামের স্থানীয় মিষ্টিদেশে বেলা ১ ঘটিকার সময় সংগঠনের সাবেক সভাপতি আবদুল হামিদের সভাপত্বিতে এবং সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় ৷

সভায় শুরুতে সেক্রেটারি সাহিদুর রহমান সুহেল আর্থিক এবং বিগত দিনের ক্রীড়া পরিষদের কার্যক্রম তুলে ধরেন,এবং আগামী ২৮ আগস্ট ৩য় বারের মতো ক্রীড়া উৎসব’১৮ সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়৷

ক্রীড়া পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি দেশ-বিদেশে ক্রীড়ার মাধ্যমে একটি সুস্থ-নীরোগ জাতি গঠনে নিজের সেরাটুকু দেয়ার প্রতিশ্রুতি করেন ৷

আগামী এক বছরের নতুন কমিটি সভাপতি: সাব্বির হোসেন ।
সহ-সভাপতি:নাসির উদ্দিন হেলাল ও মুহামমদ মারুফ সাধারণ সম্পাদক:সাহিদুর রহমান সুহেল।

সহ-সাধারণ সম্পাদক:জাহেদ আহমদ লিটন ও জাহাঙ্গীর বখত।

সাংগঠনিক সম্পাদক:লোকমান হোসেন চৌধুরী।
কোষাধক্ষ্য:আবু সাঈদ শাহনুর ।
মহিলা সম্পাদিকা:সুমিতা সুলতানা,ফাহিমা রহিম,সৈয়দা পারভীন লাভলী ,স্বপ্না বেগম।
সদস্য:আব্দুরহিম,সৈয়দ জমসেদ আলী,শরীফ উদ্দিন,তোফায়েল আহমদ চৌধুরী,জিয়া তালুকদার,আশরাফুল ওয়াহিদ দুলাল,আতিকুর রহমান,শ্যামল আহমেদ,জামিল আহমদ,হেলাল আহমেদ জাহেদ আহমেদ
উপদেষ্টা:আব্দুল হামিদ,ড: মনেয়ার হোসেন,সৈয়দ ইকবাল মসুদ আহমেদ,কবির উদ্দিন,আমিরুল ইসলাম বেলাল ।

Advertisement