বাংলাদেশ সমিতি নাপলির আয়োজনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ফাহিমা হোসেন, রোম থেকে : ইতালীতে বাংলাদেশ এসোসিয়েশন নাপলির আয়োজনে শিশু কিশোরদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন নাপলির সভাপতি জয়নাল আবেদীন হাজারী সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন যায়েদ বিন তাবেত আরবিয়ান মসজিদের সভাপতি আব্দুল্লাহ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম ছিদ্দিকী বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন আবুল কালাম সায়মন, আবু বক্কর সিদ্দিক, অলি উদ্দিন শামীম, ইমাম হাসান লিখন, হাফেজ মাওঃ মিজানুর রহমানসহ আরো অনেকে। বিজয়ীদের মাঝে নগদ অর্থ সহ ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ।অনুষ্ঠানের আলোচকরা বলেন প্রবাসে শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এমন প্রতিযোগিতার বিকল্প নেই।

 

Advertisement