বাইডেন-কমলা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র নিরাপদ থাকবে না- ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: জো বাইডেন ও কমলা হ্যারিস যদি নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্র আর নিরাপদ থাকবে না বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর অবরোধ করা হবে। নিউ ইয়র্কে পুলিশের সবচেয়ে বড় একটি ইউনিয়নের অনুমোদন পেয়ে তিনি তাদেরকে ডেমোক্রেটদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। শুক্রবার তিনি নিউ জার্সিতে তার বেডমিনস্টার গলফ ক্লাবে নিউ ইয়র্ক পুলিশ বেনেভোলেন্ট এসোসিয়েশনের (পিবিএ) জন্য ‘কোপস ফর ট্রাম্প’-এর আয়োজন করেন। সেখানে পুলিশ কর্মকর্তারা তাকে অভিবাদন জানান সমস্বরে। এ সময় ট্রাম্প তাদেরকে প্রতিশ্রুতি দেন। বলেন, তাদের মর্যাদা ফিরিয়ে আনা হবে। তিনি অভিযোগ করেন জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিসের আছে ক্রাইমপন্থি এজেন্ডা।

তারা বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর অবরুদ্ধ হয়ে পড়বে। জো বাইডেনের আমেরিকায় কেউ একজনও নিরাপদ থাকবে না। ওই অনুষ্ঠানে প্রায় ১০০ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে পিবিএর সভাপতি প্যাট্রিক লিনচ ভূয়সী প্রশংসা করেন ট্রাম্পের। বলেন, তিনি পিবিএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ২১ বছর। এর মধ্যে তার ইউনিয়ন কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে অনুমোদন দিয়েছে এমনটা মনে করতে পারছেন না। এতে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে তিনি বলেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও পুলিশের বিরুদ্ধে প্রকৃত এক যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আমরা আমাদের দেশে, সব শহরে আইন শৃংখলা ফিরিয়ে আনবো।

Advertisement