ব্রিট বাংলা ডেস্ক :: বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির যে টানাপোড়ন চলছিল সেটার সমাপ্তি ঘটেছে। মেসির ন্যু ক্যাম্পে থাকার ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বার্সেলোনা সমর্থকরা। আর্জেন্টাইন সুপারস্টারের সিদ্ধান্ত বদল পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হুগো সানচেজের। মেক্সিকোর ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার মনে করেন, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে পারেননি তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির জন্য। হোর্হে মেসির বাজে পরামর্শেই মেসিকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০০টিরও বেশি ম্যাচ খেলা সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘বাবা ও এজেন্ট হোর্হে মেসির কারণে মেসিকে বার্সেলোনা থেকে যেতে হলো। আইনজীবীরাও মেসিকে সঠিক পরামর্শ দিতে ব্যর্থ হয়েছে। এজন্য দলে মেসির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’
বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে থাকলে চুক্তির শর্ত অনুযায়ী মেসির পদক্ষেপ নেয়া উচিত ছিল বলে মত হুগো সাচেজের। বাইসাইকেল কিকের জন্য বিখ্যাত সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘যদি মেসি ও তার বাবা আগেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের সময়ক্ষেপন করা ঠিক হয়নি।
চুক্তির শর্ত মেনে মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’
‘মেসির আরেকটি ভুল সিদ্ধান্ত হলো, সে ভুল সময়ে ব্যুরোফ্যাক্স করেছে। করোনা মহামারির মধ্যে কোন ক্লাবের পক্ষেই ৭০ কোটি ইউরো খরচ করে মেসিকে দলে নেয়া সম্ভব নয়।’
গোলডটকমে দেয়া সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, ক্লাব ছাড়ার বিষয়টি তার খেলায় প্রভাব ফেলবে না। রিয়ালের হয়ে সাত বছরে ১০ শিরোপাজয়ী সাচেজের ভাবনা ভিন্ন। তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে মেসির একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা আগামী মৌসুমে মেসির খেলায় প্রভাব পড়বে।’