বামিংহাম জাসদের উদ্দ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সুশাসন ও সমতা ও সাম্যের ভিত্তিতে প্রগতিশীল ও গনতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্রের শত্রুদের মোকাবেলা করবে – শামীম আহমদ

৩১শে অক্টোবর জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিং হাম জাসদের বামিংহাম স্মলহীতস্থ কভেন্টট্রি রোডের মিষ্টিদেশ রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

প্রতিষ্টা বার্ষিকী অনুষ্টানে যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নে নেতা ও কর্মীদের উপস্হিতিতে আয়োজিত অনুষ্ঠানে,জাসদ নেতা নিজাম উদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্যে জাসদের সভাপতি শামীম আহমদ যুক্তরাজ্য জাসদ সাধারন সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও জাসদ নেতা মানবাধিকার কৰ্মি সৈয়দ এলাহী হক শেলুর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে উপস্হিত ছিলেন লুটন ব্রাডফুডশ্যায়ারের জাসদের সভাপতি ও সম্পাদক এবং বামিংহামের সাবেক সভাপতি নিয়াজ জায়গীদার পাপ্পু ও জাসদ নেতা শাহান চৌধুরী , তোফাজ্জুল হোসেন চৌ: সহ যুক্তরাজ্যে আওয়ামীলীগের বিজ্ঞানও প্রযুক্তি সম্পাদক,মিসবাউর রহমান মিসবাহ , সিনিয়র নেতা আজির উদ্দীন বামিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দীন সহ সভাপতি বশির মিয়া কাদির ,শাহ রুকন আহমদ ও সাধারন সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন ,যুগ্ম সম্পাদক সাইফুল আলম,মিডল্যান্ড আওয়ামীলীগের সহ সভাপতি আকমল খান ,জমশেদ আলী , দিলাল আহমেদ

এবং বামিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমদ ও জনাব হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ নেতা আশিক মিয়া ও মতিন মিয়া ,যুক্তরাজ্য জাতীয় পার্টি সহ সভাপতি নাসির উদ্দিন (হেলাল) ,আবুল হোসেন আবুলও নজির আহমদ সহ মিডল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সাবেক সিলেট জেলার ছাত্রলীগ নেতা এনামুল হক খান (নেপা) কামাল আহমদ ,মাহবুব মোরশেদ (খসরু) আমির হাসান চৌধুরী ফয়সল আহমদ চৌধুরী , সোহেল আহমদ চৌধুরী , দিপু শেখ,হোসেন আহমদ ,সুয়েজুর রহমান সুয়েজ ও বামিংহাম আওয়ামীলীগ, যুবলীগ,ওলামালীগ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী এবং সর্বস্হরের বিশিষ্টজন৷

প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠান শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাসদের কালজয়ী নেতা শহীদ কমরেড কর্নেল তাহের সিদ্দিক মাস্টার আসাদ বাচ্চু মাসুদ হারুন থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে যারা আত্মাহুতি দিয়েছেনপাশাপাশি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী এবং মৌলবাদ বিরুধী আন্দোলনে শহীদ সকল সহ যুদ্ধাদের ৷

জাসদের কিংবদন্তি নেতা কাজী আরেফ আহমদ আকতার আহমদ এবং সিলেটে মৌলবাদ বিরুধী আন্দোলনে শহীদ মু্নিরই কিবরিয়া চৌধুরী তপন জ্যোতি দে এনামূল হক জুয়েল এর প্রতি ৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য জাসদ সভাপতি ও কেন্দ্রিয় জাসদ নেতা শামীম আহমদ বলেন শ্রেনীহীন-শোষনহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাসদের জন্ম এবং অদ্যাবদি জাসদ বৈষম্যের অবসানে, সমাজ বদলের সংগ্রামে, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন ভাবে সংগ্রাম অব্যাহত রেখেছে ৷

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা করো, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়াও, দূর্নীতি ও বৈষ্যম্যে অবসান করো এবং সুশাসন ও সমতা ও সাম্যের ভিত্তিতে প্রগতিশীল ও গনতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্রের শত্রুদের বিপক্ষে উন্নয়নের মহাসড়কের যে যাত্রা ১৪ দল সহ মহাজোটের রাজনীতিক ঐক্যকে প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ এর বাংলাদেশ গড়ার এই দাবীতে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের  ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান৷

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়৷

Advertisement