বার্মিংহ্যামে কবি দেলোয়ার হোসেন মন্জুকে স্মরন : কবি বন্ধুরা কাঁদলেন এবং কাঁদালেন

ফ্রেন্ডস অব কবি মঞ্জু’র আয়োজনে বাংলা ভূখণ্ডের বাইরে তৃতীয় বাংলা খ্যাত যুক্তরাজ্যের বার্মিংহামে প্রয়াত কবি দেলোয়ার হোসেন মঞ্জু স্মরণে গত ৭ এপ্রিল, রবিবার সন্ধ্যায় স্থানীয় বিয়া লাউঞ্জে এক স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয় ৷
চলচ্চিত্রকার মকবুল চৌধুরীর উপস্থাপনায় এবং কবির দীর্ঘদিনের সহচার্য্যে থাকা সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের স্মতিতিচারন করে শুভেচ্ছা বক্তব্য এবং কবির একটি কালজয়ী কবিতা পাঠ করেন ৷ মকবুল চৌধুরীর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রয়াত কবির একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।


স্মরণ সন্ধ্যায় অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি টি এম কায়সার, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কমরেড মসুদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মিসবাউর রহমান, কামাল আহমেদ, এলাহী হক সেলু, জুনায়েদ আন্দ্রে প্রমুখ।
অনুষ্ঠানের একেবারে শেষপর্যায়ে যখন কবি দেলোয়ার হোসেন মঞ্জুর সহধর্মিনী রেহেনা মঞ্জু এবং কবির ছেলে-মেয়েদের মঞ্চে আহ্বান করা হয় তখন উপস্থিত অনেকেই তাদের চোখের পানিকে নিজেদের আয়ত্বে রাখতে পারেননি। কবি পত্নী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করা বক্তব্যে তাদের দাম্পত্য জীবনের অনেক স্মৃতিচারণ করেন, সব শেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে কবি দেলোয়ার হোসেন মঞ্জুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করেন।


কবি টিএম কায়সারের বক্তব্যে যখন নিজের সাথে কবির স্মৃতি বিজড়িত অনেক বর্ণনা দিচ্ছিলেন তখন উপস্থিত কবির বন্ধুদের সবার চোখের কোন ভিজে ওঠেছিলো।
তিনি তার আলোচনায় কবি দেলোয়ার হোসেন মঞ্জুকে এক মানবতার কবি, অসাম্প্রদায়িক কবি, মুক্তিযুদ্ধের চেতনার কবি, সবার ভালোবাসার কবি, প্রেরণার কবি, পারস্পিরিক সম্প্রীতি বন্ধনের কবি হিসেবে অখ্যায়িত করেন ৷
সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, বাংলা সাহিত্যের অকাল প্রয়াত অন্য অনেক প্রতিভার মতো এই প্রতিভার জন্যও দীর্ঘদিন আহাজারি করবে সাহিত্য সমাজ ৷

Advertisement