ব্রিট বাংলা ডেস্ক :: স্পেনের বার্সেলোনায় মেট্রোরেল দুর্ঘটনায় মাহফুজ (১৮) নামে এক বাংলাদেশির মারা গেছেন। সোমবার (১৬ জুলাই) বিকেলে মেট্রোরেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বার্সেলোনা শহরের উপকণ্ঠে ১ নম্বর মেট্রো লাইনের প্লাটফর্ম থেকে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মাহফুজ। তবে কীভাবে পড়ে গিয়েছিলেন সেটা জানা যায়নি।
দুর্ঘটনার আগে মাহফুজ কয়েকজন পাকিস্তানি বন্ধুর সঙ্গে সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
এ বিষয়ে জানতে মাহফুজের বড়ভাই মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মেট্রো স্টেশনে সিসি ক্যমেরায় দুর্ঘটনার কারণ রেকর্ড আছে। দুর্ঘটনার পরের দিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় থানায় তার পরিবারের অ্যাপয়েনমেন্ট আছে। তখন দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তাকে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
এদিকে তরুণ মাহফুজের এই অকাল মৃত্যুতে বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।