ব্রিটবাংলা ডেস্কঃ:বিলেতের বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ঘর প্যানেলের বিজয় উদযাপনে এক আনন্দ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
গত ১৬ জানুয়ারি, মঙ্গলবার পূর্ব লন্ডনের মুম্বাই স্কোয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে সংগঠনের সম্মানিত ভোটার, শুভানুধ্যায়ীদের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ঘর প্যানেলের নির্বাচনী ক্যাম্পেইন কমিটির সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী জিলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতির সভাপতি নেসার আলী সমসু, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম, সাবেক সভাপতি এমএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু, মোহাম্মদ আলী সাইস্তা, ট্রাস্টের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, ট্রেজারার আনসার মিয়া, আলহাজ ময়না মিয়া, আলহাজ মনাফ মিয়া, জামাল খান, তরাজ উদ্দিন, বদরুজ্জামান চৌধুরী, ফয়জুর রহমান ফয়েজ, ফয়সল হোসেন সুমন, মোহাম্মদ শাহজাহান আলম, আহমদ আলী, আক্তার হোসেন শাহীন, সানা মিয়া, আবদুল কুদ্দুস, আশক আলী, আখলাকুর রহমান, বাহার উদ্দিন, রুহেল আহমদ, বাবুল কামালী, আলীম আল রাজী, খালেদ আহমদ, সানুর মিয়া, আবদুল মজিদ সিরাজ, কিনুমুল ইসলাম, ফারুক আহমদসহ আরো অনেকে। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোজাহিদ আলী। সভার দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।