ব্রিটবাংলা ডেস্কঃ : বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কমিটির নয়া সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আনছার মিয়া, সিনিয়র সহ সভাপতি আনছার মিয়া, সহ সভাপতি আবদুল বাছিত চৌধুরী, আছাব আলী, সহ ট্রেজারার বাবুল আহমদ কামালী, সাংগঠনিক সম্পাদক মো. আলীম আল রাজি জামান, মেম্বারশীপ সেক্রেটারি বাহার উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহেল আহমদ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, মহিলা সম্পাদিকা আনজুমারা আঞ্জু, নির্বাহী সদস্য আশক আলী, আতিকুর রহমান, বাবলা আহমদ লেবু, মো. খালেদ আহমদ, মতিউর রহমান। সভায় অতীত ঐতিহ্য ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।
Advertisement