বিউটি পার্লারে নোংরা ছোবল সিঙ্গাপুরে

ব্রিট বাংলা ডেস্ক :: সিঙ্গাপুরের একটি বিউটি পার্লার থেকে ৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে দেশটিতে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

নতুন আক্রান্ত ৩ জনই পার্লারে কর্মরত ছিলেন। মার্চের ২৬ তারিখ একজনের করোনা পজেটিভ আসার পর বিউটি পার্লারটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়। পরে আরো দুজনের করোন ধরা পড়ে। মার্চের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত যারা ওই পার্লারে এসেছিল তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিঙ্গাপুর স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৪ জন। আক্রান্ত নতুনদের মধ্যে ২৪ জন বাইরে থেকে আগত এবং ১৮ জন স্থানীয়।

Advertisement