বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার করলো ইউপি পুলিশ

ব্রিট বাংলা ডেস্ক :: অবশেষে ভারতের উত্তর প্রদেশের (ইউপি) বিজনরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে গুলি চালানোর কথা স্বীকার করলো পুলিশ। বিজনর জেলা পুলিশ স্বীকার করেছে সেখানে নিহত দুই জনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। খবর এনডিটিভি’র

ভারতে নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধীতা করে গত বৃহস্পতিবার থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে উত্তর প্রদেশ রাজ্য। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হন। বিক্ষোভকারীদের দাবি নিহতদের অধিকাংশই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে পুলিশ। রাজ্য পুলিশ দাবি করেছিলো তাদের বন্দুক থেকে একটি গুলিও বের হয়নি।

তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজনর জেলা পুলিশ গুলি চালানোর কথা স্বীকার করে। পুলিশ সুপার সঞ্জীব ত্যাগী বলেন, ‘ছিনিয়ে নেওয়া একটি বন্দুক কেড়ে নিতে আমাদের এক কনস্টেবল বিক্ষোভকারীদের দিকে এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার পালানোর উপায় ছিলো না। আত্মরক্ষার্থে দাঙ্গাকারীকে গুলি করা হয়। তার নাম সুলেমান পরে সে মারা যায়। আরেক বিক্ষোভকারী আনিস, ভিড়ের মধ্য থেকে ছোঁড়া গুলিতে নিহত হয়।’

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর থেকে বিক্ষোভে উত্তাল ভারত। পুরো ভারতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল উত্তর প্রদেশেই ১৫ জন নিহত হন। যাদের অধিকাংশেরই গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

Advertisement