বিচারপতি ব্যারিস্টার ইমান আলীর পিতা ইসরাঈল আলী আর নেই

ব্রিটেনের নর্থাম্পটনের প্রবীন মুরব্বী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ব্যারিস্টার ইমান আলীর পিতা, সাবেক রেষ্টুরেন্ট ব্যাবসায়ী ইসরাঈল আলী মঙ্গলবার, ৭ এপ্রিল সকাল ৫ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।মুত্যুকালে তার বয়স হয়্যছিল ৯১ বছর । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম ইসরাঈল আলীকে একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশের গ্রামের বাড়ির জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ইসরাঈল আলীর বাংলাদেশের বাড়ী সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানি গ্রামে।
ইসরাঈল আলী এ বছরের জানুয়ারীতে ছেলে বিচারপতি ব্যারিস্টার ইমান আলীর সাথে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে টেলিফোনে চ্যানেল এসের নর্থাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম শামীমকে তথ্য জানিয়েছেন ব্যারিস্টার ইমান আলী।

উল্লেখ্য,  নর্থাম্পটনে প্রথম হালাল  গ্রােসারী দোকান করেছিলেন ইসরাঈল আলী। এছাড়া এক সময় নর্থাম্পটনের মহারাজা রেষ্টুরেন্ট সহ অসংখ্য রেষ্টুরেন্টের মালিক ছিলেন তিনি।

Advertisement