বিশ্বের আর্থিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন বিশ্ববাণিজ্য সংস্থার প্রধান

ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্ব অর্থনীতি যখন সংকটজনক সময় পার করছে ঠিক সেই সময় মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো। চলতি বছরেই আগস্টের ৩১ তারিখ পদত্যাগ করবেন তিনি। সংস্থাটি যখন মহামারী করোনার প্রভাব মোকাবেলা করছে ঠিক সে সময়ে এমন সিদ্ধান্ত সমালোচনার মুখে ফেলেছে রবার্তো অ্যাজোভেডোকে।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান বলছেন, পদত্যাগের সিদ্ধান্ত তার ব্যাক্তিগত। পরিবারের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত মঙ্গলজনক ফল বয়ে নিয়ে আসবে বলেও মনে করেন তিনি। তবে বাকিদের মতামত করোনার এই সংকটজনক পরিস্থিতিতে তার পদত্যাগ পরিস্থিতি আরো জটিল করে তুলবে। তবে এর আগে ট্রাম্প প্রশাসনের সমালোচনার মুখে সংকটজনক পরিস্থিতি পার করছিল ১৬৪ টি সদস্য দেশের সমন্বয়ে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা।

আজেভেডোর পদত্যাগের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ঠিক আছে। আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছিল। ২০১৩ সাল থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রবার্তো।

Advertisement