বিশ্বের দ্বিতীয় ধনী ইলন মাস্ক, পিছিয়ে পড়লেন বিল গেটস

ব্রিট বাংলা ডেস্ক :: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। প্রথম স্থানে আছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। এ খবর ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে ছিলেন ইলন মাস্ক।

বিশ্বের তৃতীয় ধনী হিসেবে ইলন মাস্ক নিজের জায়গা করে নিয়েছিলেন এবছরেই। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পেছনে ফেলেছেন তিনি। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন তিনি।

সম্পত্তির হিসাবে ইলন মাস্কের অর্থের পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। চলতি বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে ছিলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ার দর বেড়েছে উল্কার গতিতে। বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও টপকে গিয়েছেন তিনি।

Advertisement