এহসানুল ইসলাম চৌধুরী শামীম: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কয়েক জন খেলোয়াড়, কমিউনিটি নেতৃবৃন্দ ও সকল ধর্মের মানুষের উপস্থিতিতে বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন বিসিএ ইস্ট মিডল্যান্ড রিজিয়নের উদ্যোগে বৃহস্পতি বার রাতে নর্থাম্পটন কলেজে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিসিএ ইস্ট মিডলেনড রিজিয়নের প্রেসিডেন্ট টিপু রহমানের সভাপতিত্বে ও ইমরান চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থাম্পটন সাউথ আসনের এমপি এন্ড্রো লয়ার।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি সালি কিবল, বিসিএ সেক্রেটারি অলি খান, ট্রেজারার সাইফুল রহমান বিপুল, নর্থাম্পটব বরা কাউন্সিলের লিডার জনাথন নান, ডেপুটি মেয়র নাজ চৌধুরী ও কাউন্টি কাউন্সিলের চেয়ারম্যান অসবরন ও আবু হাসান প্রিন্স
রমজানের তাৎপর্য শীৰ্ষক আলোচনায় অংশ নেন ইমাম সাইফুল আজম,ফয়ছল চৌধুরী, কাউন্সিলর এনামুল হক, সৈয়দ মামুন আলী ও সলিসিটর জাবের মিয়া জেপি সহ আরো অনেকেই ।
Advertisement