বিয়ানীবাজারে আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা : বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের রয়েল স্পাইসি রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী।

পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দীন ও হাফিজ মোঃ ছরওয়ার হোসেন ফৈয়াজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন, মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা  দেলোয়ার হোসেন, জকিগঞ্জের গাজীরমোকাম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মালিক, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সেলিম উদ্দিন, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুরু উদ্দীন আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মোশাহিদ আহমদ আলতাফ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফর উদ্দিন, মাওলানা মিজানুর রহমান নোমানী, মাওলানা সুয়াইব আহমদ ও মাওলানা আবু সুফিয়ান।

মাহফিলে বক্তারা বলেন, আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব(রহঃ) এর মতো মহান ওলীর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক উজ্জলতম নক্ষত্র হারালো। যিনি হাদীস, তাফসীর ও ফিকহের জগতে যেমন খ্যাতিমান ছিলেন তেমনি আধ্যাত্মিকতায় সুউচ্চ মাত্রায় পৌছেছিলেন। দেশ-বিদেশে ইসলামের খিদমতে মসজিদ, মাদরাসা, খানকা প্রতিষ্ঠা, ওয়াজ-নসীহত ও তথ্যবহুল শতাধিক কিতাবাদি রচনা করে অনস্বীকার্য অবদান রেখে গেছেন। বিশেষত এ মহান বুজুর্গ প্রবাসে লেস্টার দারুসসালাম মসজিদ এবং লন্ডন শহরের নিউক্রস জামে মসজিদের প্রতিষ্ঠা করেছেন। ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আল-ইসলাহ ইউকের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। তিনি ১৯৭৮ সালে প্রধান উদ্যোক্তা হয়ে লন্ডনের দারুল হাদীছ লতিফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

পরিষদের সহ সভাপতি, কবি ও শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহিন আহমদ, অফিস সম্পাদক মাহবুবুল আলম হিমেল, সদস্য ছারওয়ার হোসাইন, হাফেহ মাহমুদুর রশিদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা মাশুক আহমদ, আমিনুল ইসলাম বুলবুল, হাফেজ আব্দুল ওয়াহিদ প্রমুখ।

Advertisement