বিয়ের আগেই মা হলেন

ব্রিট বাংলা ডেস্ক :: বিয়ের আগেই মা হলেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। কদিন আগে গর্ভাবস্থায় নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সন্তান জন্মদানের পর বাচ্চার ছবিও ইন্টারনেটে প্রকাশ করে আলোচনায় এলেন সম্প্রতি। নবজাতককে নিয়ে হাসপাতালে থাকা অবস্থাতেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তিনি। এ সময়ে বন্ধু জর্জকে অ্যামির কপালে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

সন্তান জন্মের পর্ব শেষ হওয়ায় এবার জর্জের সঙ্গে সংসার পাতবেন বলে জানান অ্যামি। যদিও এ বছরই তাদের বিয়ের কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। আগামী বছর জর্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই অভিনেত্রী।

Advertisement