বৃটেনে করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাণী

ব্রিট বাংলা ডেস্ক : আগামি রোববার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। দেশের সংকটকালীন মুহূর্তে বৃটেনে বিশেষ এই ভাষণ দেয়ার প্রচলন রয়েছে। নিজের জীবদ্দশায় এর আগে তিনবার তিনি সংকটকালীন ভাষণ দিয়েছেন রাণী। এবার করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত বৃটিশদের উদ্দেশ্যে শাসনকালের ৬৮ বছরের মাথায় চতুর্থবারের মতো এমন ভাষণ দিতে চলেছেন তিনি।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাণীর ওই ভাষণটি এরইমধ্যে রেকর্ড করা হয়েছে। উইন্ডসর রাজপ্রাসাদে ধারণ করা ওই ভিডিও আগামি রোববার সম্প্রচারিত হবে। বিবিসি জানিয়েছে, রাণী সাধারণত বড়দিনের পূর্বে জাতির উদ্দেশে ভাষণ দেন। তবে এছাড়া সংকটকালীন সময়েও ভাষণ দেয়ার প্রথা রয়েছে।

বৃটেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৬০০ জনেরও বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার বৃটিশ। এরমধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

Advertisement