মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বৃষ্টল শহরের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশনে
বৃষ্টল শহরের বিভিন্ন মসজিদে বাংলাদেশী,পাকিস্তানী সোমালিয়ান, নাইজেরিয়ান ও তুর্কীর নাগরিক সহ হাজারো লোকের উপস্থিতে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে।রোদ্রজ্জ্বল চমৎকার আবহাওয়া থাকাতে প্রতিটি জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
রঙ-বেরঙের বাহারী পোশাক বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের ঐহিত্যবাহি পাঞ্জাবি-পায়াজামা মাথায় টুপী এবং বিপুল সংখ্যক মুসলিমদের একত্রে নামাজে অংশগ্রহণের দৃশ্য মূলধারার মানুষকে চমকিত করেছে।
স্থানীয় মসজিদগুলোতে বেশ কয়েকটি জামাত অনুষ্টিত হয়েছে.
বিভিন্ন জামাতে ইমামতিত্ব করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ব ইকরাম উদ্দীন,শাহজালাল জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল খান, জালালাবাদ ইসলামিক সেন্টারের খতীব মাওলানা সৈয়দ মুয়ীদ ইসলাম .
ইমাম ও খতীব গন তাদের খুতবায় বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই.ইসলামকে ব্যবহার করে যারা হত্যা নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে তাঁদেরকে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা।
বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লী. বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোষাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের ভীড়,
মুসল্লিদেরকে ঈদ এর শুভেচ্ছা ও সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজিক, শাহজালাল জামে মসজিদের ট্রাস্টী আহমদ-উস-সামাদ চৌধুরী জেপি,
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুল আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি মখলিছ মিয়া, সমাজ সেবক ছমরুল হক, আহবাব আহমদ চৌধুরী, আব্দুল ওয়াহাব ওবি ই,জিয়াঊল হক,তারিফুল ইসলাম,মাসুক মিয়া,শফিকুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দীন ,আব্দুল নাছির প্রমুখ। বিজ্ঞপ্তি।
বৃস্টলে ঈদ উল ফিতর উদযাপিত
Advertisement