খায়রুল আলম লিংকন, বৃষ্টল থেকে : বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে আগামী ৫ই নভেম্বর, রোববার বৃষ্টলে বাংলাদেশ হাউজ ভবনে পাসপোর্ট সার্জারির আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন বৃষ্টল, বাথ এবং ওয়েস্ট। বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি ফকরুল আলী জানান, সার্জারীতে পাসপোর্ট রিনিউ, এম আর পি আবেদন, পাওয়ার অব এর্টনী, নো-ভিসা এবং বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য সেবা প্রদান করা হবে। এম আর পি ও নো- ভিসার জন্য আবেদনকারীকে ৫ নভেম্বরের পূর্বে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ৫ই নভেম্বর রোববার সকাল ১১ ঘটিকা থেকে কনস্যুলার সা্র্ভিস শুরু হবে। এতে ফি বাবত কোন চেক ও নগদ অর্থ গ্রহন করা হবেনা।
শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। সকল সেবা গ্রহিতাকে ডেবিট / ক্রেডিট কার্ড ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সাথে নিয়ে
আসার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অনলাইন আবেদনে সাহায়তা করতে বাংলাদেশ হাউজের পরিচালনা
পর্ষদের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর,
১লা ও ৩রা নভেম্বর সকাল ১১ টা হতে
দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট সার্জারি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে স্থানীয় বাংলাদেশ হাউজ মিলনায়তনে। এ বিষয়ে যে কোন তথ্যের জন্য বাংলাদেশ হাউজের সভাপতি ফকরুল আলী-০৭৮ ০০৭২ ৬২৫৮, সাধারন সম্পাদক কামরুল ইসলাম – ০৭৮ ১৬৬৭ ৮৭০২ ও নাছিম তালুকদার -০৭৪৬০৮৭১৭১৭ এর সাথে যোগাযোগ করার
জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃস্টলে বাংলাদেশ হাউসে ৫ই নভেম্বর হাইকমিশনের পাসপোর্ট সার্জারি
Advertisement