বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি (মিডল্যান্ডস), ইউকে-এর সাধারণ সভা অনুষ্ঠিত

গাবরু মিয়া সভাপতি,জুনেদুর রহমান জুনেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

মিডল্যান্ডস-এর প্রায় ত্রিশ বছরের প্রাচীন সংগঠন বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি (মিডল্যান্ডস), ইউকে-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ৯ সেপ্টেম্বর, রবিবার।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আঙ্গুর মিয়া। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. এখলাছুর রহমান ও এডভোকেট নজরুল ইসলাম খান।

আস্টনস্থ বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারে অনুষ্ঠিত এ সাধারণ সভায় বৃহত্তর ছাতকের বিভিন্ন এলাকার মুরব্বী ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধরণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও ট্রেজারার বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্ট উপস্থাপন করেন।

রিপোর্টের উপর সংগঠনের সাধারণ সদস্যগণ আলোচনাকালে সংগঠন টিকিয়ে রাখতে বিগত কমিটির দায়িত্বশীলদের ভূয়সি প্রসংশা করেন। আলোচনায় অংশ নেন- হাজী আবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি হাজী রুস্তুম আলী, সহ সভাপতি বশির মিয়া কাদির, মুক্তিযোদ্ধা সুয়েব তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, খসরু খান, ড. নজরুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কমরেড মসুদ আহমদ, মাহবুব আলম চৌধুরী মাখন, এনামুল হক খান নেপা, শাহ রোকন আহমদ, এলাহি হক সেলু, নুরুল ইসলাম কিসলু, বাংলা ভয়েস সম্পাদক- মোহাম্মদ মারুফ,
দ্বিতীয় পর্যায়ে আলাপ-আলোচনার ভিত্তিতে সংগঠনের বর্তমান সভাপতি পুরনো কমিটির আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করে নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।

এতে উপস্থিত সদস্যগণ বিপুল করতালির মাধ্যমে সমর্থন ব্যক্ত করেন। কার্যকরী পরিষদের নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন- সভাপতি- গাবরু মিয়া, সহ সভাপতি- বশির মিয়া কাদির, বীর মুক্তিযোদ্ধা সুয়েব তালুকদার, এডবোকেট এখলাছুর রহমান. সাধারণ সম্পাদক- জুনেদুর রহমান জুনেদ, এসিসটেন্ট সেক্রেটারী- এডভোকেট নজরুল ইসলাম (লাল), হাজী আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক- ড. নজরুল ইসলাম (সাবেক ডেপুটি মেয়র), সহ সাংগঠনিক সম্পাদক- হাজী সমুজ আলী, কোষাধ্যক্ষ- হাজী আবুল হোসেন, সহ কোষাধ্যক্ষ- হাজী কয়েস উদ্দিন (পীরসাব), প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক- হাজী আব্দুল মালিক পারভেজ, সহ প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক- রমিজ আলী, শিক্ষা, সমাজকল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- হাজী আখতার আহমদ, সহ শিক্ষা, সমাজকল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মনিরুল হক মনির, মেম্বারশীপ সেক্রেটারী- আশক আলী, সহ মেম্বারশীপ সেক্রেটারী- মাশুক মিয়া, স্পোর্টস সেক্রেটারী- শফিকুল ইসলাম, সহ স্পোর্টস সেক্রেটারী- আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক- সেলিনা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক- কুলছুমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক- মো. আব্দুস সবুর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- হাজী দিলাল উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য- খসরু খান, আব্দুস শহিদ চৌধুরী, ইকবাল হোসেইন, হাজী সমির উদ্দিন, আব্দুল কুদ্দুছ, সেলাল উদ্দিন, আশরাফুল লিয়াকত, আব্দুল আজিজ গিলমান, বাছিত মিয়া, আবুল কালাম, রাজা মিয়া।

এছাড়াও কাজী আঙ্গুর মিয়াকে উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যানে এবং হাজী আবুল লেইছ মিয়া, মাস্টার আমিরুল ইসলাম, হাজী রুস্তুম আল, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

Advertisement