বেকায়দায় বিবিসি : যৌনতার ছবির জন্যে কিশোরকে ৩৫ হাজার পাউন্ড প্রদান করলেন প্রেজেন্টার

যৌনতার ছবির বিনিময়ে এক কিশোরকে ৩৫ হাজার পাউন্ড পরিশোধের অভিযোগে একজন হাইপ্রোফাইল পুরুষ প্রেজেন্টারকে রোববার বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। তবে বিবিসি সেই প্রেজেন্টারের নাম প্রকাশ করেনি। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গেও কাজ করছে বিবিসি।বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবিসির হাইপ্রোফাইল প্রেজেন্টারের কীর্তিকলাপ নিয়ে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশি হয়। রোববারের সান পত্রিকার সঙ্গে ভুক্তভোগি ঐ কিশোরের মাও কথা বলেছেন। তাতে তিনি তার ছেলের কাছে পাঠানো বিবিসির হাইপ্রোফাইল প্রেজেন্টারের অত্যন্ত বিশ্রি একটি ছবির বর্ণনাও দিয়েছেন। রোববার বিকেলে বিবিসির স্টাফদের কাছে পাঠানো এক ইমেইলে বিবিসির ডাইরেক্টর জেনারেল বলেছেন, গত মে মাসে এই অভিযোগের ব্যাপারে অবগত হওয়ার পর বিবিসির তদন্ত দল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। কিন্তু গত বৃহস্পতিবার একই বিষয়ে ভিন্ন প্রকৃতির নতুন অভিযোগে আরো সতর্কতা অবলম্বন করে বিসিসি। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বিবিসির প্রতি চাপও বাড়ছিল ক্রমান্বয়ে। বিষয়টি নিয়ে রোববার কালচার সেক্রেটারী বিবিসির ডাইরেক্টর জেনারেলের সঙ্গে জরুরী ভিত্তিতে কথা বলেন। বিবিসির হাইপ্রোফাইল পুরুষ প্রেজেন্টারের বিরুদ্ধে কিশোরকে যৌনতাপূর্ণ ছবির জন্যে অর্থ প্রদানের বিষয়টি শনিবার প্রথম প্রকাশ্যে নিয়ে আসে সান পত্রিকা। তবে আইনী কারণে হাইপ্রোফাইল প্রেজেন্টারের নাম প্রকাশ করেনি সান।সানের রিপোর্টে দাবী করা হয়, বিবিসির একজন হাইপ্রোফাইল পুরুষ প্রেজেন্টার যৌনতাপূর্ন ছবির জন্যে ১৭ বছর বয়সী কিশোরকে গত ৩ বছরে অন্তত ৩৫ হাজার পাউন্ড পরিশোধ করেছেন। কিশোরের বয়স এখন ২০ বছর। তার মা সানকে বলেছেন, এই অর্থ পেয়ে তার ছেলে এখন কোকেইনে আসক্ত। পরিবারের পক্ষ থেকে সানকে আরো বলা হয়, বিষয়টি নিয়ে গত মে মাসে তারা প্রথম বিবিসিকে নালিশ করেন। পুলিশী তদন্ত নয়, বিবিসির হাইপ্রোফাইল প্রেজেন্টার যাতে কিশোরকে অর্থ প্রদান বন্ধ করেন, সেই ব্যবস্থা করতে কিশোরের পরিবারের পক্ষ থেকে বিবিসিকে অনুরোধ জানিয়েছিলেন। পরিবারের দাবী, বিবিসি তাদের দাবী আমলে নেয়নি। এমনকি ঐ প্রেজেন্টারও বহাল তবিয়তে বিবিসিতে প্রেজেন্টিং করে গেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে রোববার সকালে বিবিসির প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ ফাইনান্স সেক্রেটারী।অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিবিসির প্রতি চাপ সৃষ্টি করা হচ্ছে। হাইপ্রোফাইল প্রেজেন্টারকে বরখাস্ত করলেও বিবিসিকে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে। গত মে মাসে কিশোরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করার পর বিবিসি কি ব্যবস্থা নিয়েছিল? বিবিসি কি অভিযুক্ত প্রেজেন্টারকে বিষয়টি অবহিত করেছিল? এই দুটি প্রশ্ন চলে আসছে সবার আগে। যদিও বিবিসির ডাইরেক্টর জেনারেল বলেছেন, তিনি এ অভিযোগটি অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছেন এবং অভিযোগ দায়েরকারী পরিবারের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছেন।

Advertisement