ব্রিটবাংলা রিপোর্ট:লন্ডন থেকে প্রচারিত ২৪ ঘন্টার একমাত্র বাংলা রেডিও ‘বেতার বাংলার’ ১৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার৷
কমিউনিটি রেডিত্ত হিসাবে সুনামের সাথে তৃতীয় বাংলার নিজেদের সংস্কৃতি আবহমান বাংলার ঐতিহ্য সহ লালন হাসন রাধারমন করিম সহ বাংলার লোকজ সহ মুলধারার কমিউনিটির বিভিন্ন ইষ্যু নিয়ে বিগত পনেরো বছর নিজেদের সিমাবদ্বতার মধ্য দিয়ে হলেও কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছে।
এ উপলক্ষে নিজস্ব স্টুডিওতে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিকাল থেকে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, শ্রোতা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বেতার বাংলার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী,বেতার বাংলার পরিচালকবৃন্দ, প্রেজেন্টার ও আগত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানটি সরাসরি স্টুডিও থেকে সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতার বাংলার পরিচালক শেরোয়ান চৌধুরী, মোস্তাক বাবুল, নাছরিন আজিজ ডলি, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মমতাজ খান, জুবায়ের বাবু, মিনহাজ কিবরিয়া, রমি আলী, সকি বেগম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক জনমতের এসিষ্ট্রেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমদ, শিহাবুজ্জামান কামাল, ওয়ানবাংলা ও এটি এন বাংলার জাকির হোসেনকয়েছ, ব্রিটবাংলার কমিউনিটি এডিটর রেজাউল করিম মৃধা, প্রেজেন্টারদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মিলন, সুজা মাহমুদ, নজরুল ইসলাম অকিব, সাঈদা চৌধুরী, ইকবাল লতিফ, রুশনা হাসি সোনিয়া, হেনা বেগম, হাসি খান, মামুন কাদরি, নাছিমা কাজল, নাঈম চৌধুরী, আজিজা চৌধুরী, মিনহাজ খান, সুমনা সুমি, শাহীনা মনি
¯স্রোতা ফোরামের জয়েন্ট কনভেনার জিয়ার আহমদ, কবির আহমেদ, কাজী বাবর আহমদ, আব্দুস সালাম, সংগীত শিল্পী রাকি আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্হিত অতিথিরা তাঁদের বক্তব্যে বেতার বাংলার পনরো বছরের অর্জনকে ভূয়সী প্রশংসা করে বলেন কমিউনিটির উন্নয়নে এবং বহুজাতীক সমাজের অগ্রযাত্রায় আলাকিত মশাল হিসাবে থাকবে ৷এবং বেতার বাংলার অগ্রযাত্রা আরো বৃদ্ধিপাবে৷
এবং সবাই বেতার বাংলার সার্বিক সফলতা কামনা করেন।