বেলারুশ থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার কথা মাক্রোঁনকে জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল মাক্রোঁনকে বলেছেন, বেলারুশে চলতি সামরিক মহড়া শেষ হওয়ায় তিনি শিগগিরই দেশটি থেকে মস্কোর সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন। রোববার মাক্রোঁনের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।এ দুই নেতার মধ্যে ফোনালাপের পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এমন কথা ‘যাচাই করা হবে।’ কেননা, বেলারুশ সরকার বিবৃতি দিয়ে এ কথা অস্বীকার করায় তা একেবারে বিপরীতমুখী মনে হচ্ছে। বেলারুশের দেয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনী রোববারের পূর্ব ঘোষণা অনুযায়ী সামরিক মহড়া অবসানের পরও তাদের ‘পরিদর্শন অব্যাহত’ রাখবে।

Advertisement