বেলাল ভাই চলে গেলেন

:আহাদ চৌধুরীবাবু:

শাহাব উদ্দিন বেলাল আমাদের বাতি ঘরদের একজন ৷ অন্তরের মানুষদের একজন,ভালোবাসার আর শ্রদ্ধার পাত্র৷ অসুস্থতা ছিলো নিত্য সঙ্গী তার পরও ছিলেন শক্ত মনোবলের অধিকারী ৷

পূর্ব লন্ডনের বর্ণবাদ বিরোধী লড়াই সহ কমিউনিটির একজন পৱিক্ষিত মানুষ হিসাবে এই কমিউনিটিকে সমৃদ্ধ করেছেন ৷

আমাদের অন্তরের এবং বিশ্বাসের জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ৷

হাসপাতালে প্রায় যেতেন খবর পেলে প্রায়ই যাওযার চেষ্টা করতাম ৷

আমাকে দেখলেই বলতেন তোর শরীর খারাফ তুই কেনে আইছস ৷

গত সপ্তাহে তাকে দেখতে লন্ডন বাংলা প্রেসক্লাব   প্রেসিডেন্ট নাহাস ভাই ও ট্রেজারার মাসুম ভাইয়ের সাথে গেলাম হাসপাতালের বেডে আরেক বেলাল ভাইকে দেখলাম ৷

নেই ল্যাপটপ মোবাইল বা নিউজ শেয়ার করতে ৷

বাবু বলে কেঁদে উঠলেন ৷তারপর নিরব হয়ে গেলেন ৷

গত কাল সাঈম চৌধুরী ও এমরান, বেলাল ভাইয়ের শেষ সময় এবং ডাক্তারের সময়সীমার কথা জানালো, মুসলে ভাই ,জামাল ভাই,মুস্তাফিজুর রহমান বেলাল সহ গেলাম অনেক মানুষের ভীড় বেলাল ভাই ঘুমিয়ে আছেন ৷ স্বজনেরা নিরবে আল্লাহ কে ডাকছেন ৷

আত্মীয়দের উৎকণ্ঠা এবং কঠিন সময় কে পার করতে দেখলাম ৷

রাতে ঘুম হয়নি মোবাইল স্কিনে বারবার এক অদৃশ্য টানে চোখ রাখতে হলাে ৷

দুপুর যায় মনে মনে ভাবি হয়তো বিপদ কেটে গেছে ৷ অবশেষে প্রিয়জনের মৃত্যু সংবাদ টি আসলাে “আমাদের ক্লাব সেক্ৰেটারী মোহাম্মদ জুবায়ের ভাইয়ের ক্ষুদে একটি ম্যাসেজ বেলাল ভাই নেই, আমি হাসপাতালে আছি ৷

শুনে প্রচন্ড কান্না পেলাে ৷ ইচ্ছ্বা করেনি হাসপাতালে যাই ৷ চিৎকার করে কাঁদলাম ৷

বেলাল ভাই কাজল ভাই,নবাব ভাই,মুসা ভাই, মুহিব ভাই নাহাস ভাই,হামিদ ভাই,বাসন ভাই, মুসলে ভাই,এই মানুষ গুলোতে আমাদের আলাে ছায়া ৷

বয়স হচ্ছে সবার ৷ তারা “আমাদের আগলে রেখেছেন আমরাও মায়ার টানে তাদের কাছাকাছি আছি ৷

প্রতিবার নির্বাচনে দাঁড়ালে বিশ্বাস নিয়ে উনার ঘরে যেতাম বলতেন তুমি আমার গাউয়ের পোয়া ৷

উনার জন্ম দিনে সবার মতন একটি ছবি দিয়ে পোষ্ট করি ৷ ফোন দিয়ে কৃতজ্ঞতা জানালেন ৷

মনে পড়ে অনেক স্মৃতি ৷

শাহাব উদ্দিন বেলাল বর্ণবাদের উত্তাল আন্দোলনের এবং তারণ্য শক্তির প্রান ছিলেন ৷

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং প্রগতিশীল ও সাস্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে তাহার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে।

একজন দক্ষ সংগঠক ছিলেন ৷ সামাজিক দারবদ্ধতার প্রশ্নে তিনি ছিলেন একজন অকৃত্রিম বন্ধু ৷

জনপ্রতিনিধি হিসাবে তিনি প্রথম কাউন্সিলে বাংলা মিডিয়ার বিজ্ঞাপন সহযোগীতার বিষয় কাউন্সিলে তুলে ধরেন ৷

তিনি সমৃদ্ধ করেছেন লেখালেখির এবং সাংবাদিকতার মাধ্যমে বাংলা মিডিয়া কে ৷

সাহসী চরিত্র একজন বেলাল ভাইকে মানুষের কাছা কাছি নিয়ে গিয়েছিলো ৷

বেলাল ভাইয়েরা অসময়ে চলে যান ৷

আমরা হারাই বটো বৃক্ষদের ৷

আমরা দোয়া করি এই অসম্ভব ভালো মানুষটিকে আল্লাহ যেনো বেহেস্থ দান করেন ৷

পরিশেষে এইটুকু বলি তোমার সাইম,এমরান,অপু,বেলাল পারবেজ,সারওয়ার, জামাল, শাহ শামীম, জুয়েল, মাসুম আনসার,বেবুল,সালেহ বাবুরা আজ তোমার জন্যে কষ্টে আছে ৷

Advertisement