ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কুকুরের কামড়ে গত চারদিনে ২১ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পৌর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সৈয়দ মর্তুজা আলী তমাল বলেন, বোয়ালমারী পৌর শহরের ডাক বাংলো থেকে ওয়াপদার মোড় পর্যন্ত আধ কিলোমিটার রাস্তায় দেখা যাচ্ছে পাগলা কুকুর। পথচারীরা গেলেই দৌড়ে দিয়ে এসেই কামড় দিচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, গত কয়েকদিনে মোট ২১ জন পাগলা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কুকুরের বিষের কোনো ভ্যাকসিন হাসপাতালে না থাকার কারণে আহতরা বাজার থেকে ভ্যাকসিন ক্রয় করে নিচ্ছেন।তিনি আরও বলেন, কুকুরের কামড়ের কথা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পশু কর্মকর্তাকে জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, পাগলা কুকুরের কামড়ের ব্যাপারে পৌর মেয়র ব্যবস্থা নেবেন। আমি পৌর মেয়রকে বলবো ব্যবস্থা নিতে।
বোয়ালমারীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২১
Advertisement