ব্রাডি সেন্টারে আম কাঁঠালের উৎসব

৮ জুলাই গ্রীষ্মকালে বাংলাদেশে মধুমাস বলে একটা সময় আসে।

স্কুলে তখন গ্রীস্মের ছুটি।

কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা এই ছুটিকে বলে আম কাঁঠালের ছুটি

এই সময়টাই হচ্ছে ফল-ফসলের।

গাছে গাছে নতুন নতুন ফল। বাচ্চারা ছুটে যায় মামাবাড়ি। এমন দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। অন্যদিকে নাতি- নাতনি আর জামাই যেনো ফলের স্বাদ থেকে বঞ্চিত না হয় এই ভেবে মধুমাসে মেয়ের শ্বশুর বাড়িতে আম-কাঁঠাল পাঠান বাবা-মায়েরা।

মেয়ের বাড়িতে বাবা মায়ের পাঠানো এই উপহারকেও আম-কাঁঠালি বলা হয়ে থাকে।

গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী আম কাঁঠালের উৎসব এবার হবে পূর্ব লন্ডনে।

মহিলা অঙ্গনের আয়োজনে

আগামী ৮ জুলাই শনিবার

হ্যানবারি স্ট্রিটের ব্রাডি আর্ট সেন্টারে উৎসবের শুরু হবে দুপুর একটায়।

চলবে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত।

আম কাঁঠালের এই উৎসবে সবার নিমন্ত্রণ।

এ বিষয়ে বিস্তারিত জানতে হলে হেনা ফেরদৌসের সঙ্গে ০৭৫০০৯৭০৯৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

SC#17

Advertisement