ব্রিটবাংলা ডেস্ক : আত্মঘাতি হামলা চালিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মেকে হত্যার পরিকল্পনার অভিযোগে নাইমুর জাকারিয়া রাহমানকে যাবজ্জীবন জেলদন্ড দিয়েছে ওল্ডবেইলী কোর্ট। তাকে অন্তত ৩০ বছর জেল খাটতে হবে।
নর্থ লন্ডনের ফিঞ্চলির বাসিন্দা নাইমুরের বয়স ২১ বছর। সন্ত্রাসী হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা চেস্টার অভিযোগে গত মাসে দোষি সাব্যস্থ করা হয় তাকে। টেন ডাউনিং স্ট্রীটের সামনে প্রথমে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পরে ছুরিকাঘাত বা গুলি করে প্রধানমন্ত্রী থেরিজা মেকে হত্যার পরিকল্পনা করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।
এ বিষয়ে অনলাইনে সে আইএসের সঙ্গে যোগাযোগের চেস্টা করে। এফবিআইয়ের ছদ্ধবেশি আইএস অনলাইন রিক্রুটারের কাছে প্রথম ধরা পরে নাইমুর। পরবর্তীতে এফবিআই তাকে এমআই ফাইভের ছদ্ধবেশি আইএস অনলাইন রিক্রোটারের কাছে হন্তান্তর করে। এরপর এমআই ফাইভের ছদ্ধবেশি আইএস রিক্রেটারারে কাছে তার পুরো পরিকল্পনা খুলে বলে নাইমুর। এর পরপরই তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম পুলিশ।