ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশন

Britbangla24

ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশন এর ফাউন্ডার মেম্বারদের সম্মানা ক্রেষ্ট প্রদান ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উইন্ডসরের ভিসারয় রেস্টুরেনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে এসোসিয়েশনে নেতারা অংশ নেন।

সেক্রেটারী সেলিম চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাউন্সিলার এস আই সেলিম।

অনুষ্ঠানে ফাউন্ডার মেম্বারদের হাতে সম্মানান তুলে দেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন কারী শিল্পকে টিকিয়ে রাখতে সমগ্র ইউকে ব্যাপী নানা কর্মসূচী পালন করে আসছে এ সংগঠন।

গত সপ্তাহে ইউকে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদের সাথে এই সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমিগ্রেশনসহ নানা সমস্যা নিয়ে কথ বলেন। দক্ষ শেফ আনাসহ ইমিগ্রেশণ নীতি সহজ করার ব্যাপারে কথা বলেন তারা। এছাড়াও কারীশিল্পে কিভাবে আরো ব্যায় সংকোচ করে লাভবান হওয়া যায় সেসব বিষয়েও কাজ করছে এই এসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস, আনোয়ার আলী, ফাউন্ডার মেম্বার কামাল জাহাঙ্গীর, চিফ ট্রেজারার তোফাজ্জল মিয়া, আমিনুল ইসলাম, রাসেল আহমদ, সাজু মিয়া প্রমুখ। উল্লেখ্য গত জানুয়ারী মাসে বার্ষিক সাধারন সভায় ফাউন্ডার মেম্বারদের সম্মাননা জানানো হয়। যারা গত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মূলত তাদের সম্মাননা জানানোর জন্য এই সভার আয়োজন।

Advertisement