ব্রিটেনের শীর্ষ আলেম আল্লামা শায়খ মুহাম্মদ হাসানের ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক প্রকাশ

কুতবুল আলম, শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রাহ:) এর খাছ শাগরেদ এবং ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রাহ:) এর অন্যতম খলীফা, ব্রিটেনের শীর্ষ আলেম হযরত মাওলানা শায়খ মুহাম্মদ হাসান সাহেব আর নেই।

তিনি গত ২৮ ডিসেম্বর ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা শায়খ মুহাম্মদ হাসান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাহফেরাত এবং শোকহাত পরিবার ও দেশে-বিদেশের সকল আত্মীয় স্বজনেরপ্রতি সমবেদনা প্রকাশ করেন।

যুক্ত শোক প্রকাশ করেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা শওকত আলী, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা হাসান নূরী চৌধুরী, মাওলানা গোলাম মুহাইমিন ফরহাদ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, মুহাম্মদ আব্দুল করিম উবায়েদ, মাওলানা আ.ফ.ম শুয়াইব, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান, তারবিয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দাওয়াহ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ হাফিজ মুস্তাক আহমদ, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, অফিস এন্ড প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, নির্বাহী সদস্য মিজা আসহাব বেগ, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, হাফিজ কফিল আহমদ, সৈয়দ কবির আহমদ ও প্রফেসর আহযাবুল হক প্রমুখ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাদানী ফাউন্ডেশনরে চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ হাসান (রাহ:) এর সকল দ্বীনের খেদমত কে কবুল করুন এবং তিনি কে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুন।বিজ্ঞপ্তি

Advertisement