ব্রিটেনের সবোর্চ্চ নাইটহুড খেতাব পেলেন আখলাক উর রহমান চৌধুরী।

তানভীর আহমেদ:দ্বিতীয় বাংলাদেশী হিসেবে নাইটহুড পেলেন আখলাক উর রহমান চৌধুরী।

ইতিপূর্বে স্যার ফজলে হাসান আবেদ প্রথম বাংলাদেশী হিসেবে নাইটহুড পেয়েছিলেন।

তবে প্রথম বাঙালি হিসেবে নাইটহুড পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের পর আখলাক উর রহমান চৌধূরী হবেন তৃতীয় বাঙালি যিনি ব্রিটেনের সবোর্চ্চ রাজকীয় খেতাব পেলেন।

আখলাক উর চৌধুরীর পৈত্রিক নিবাস সিলেটের জকিগঞ্জে।

ইংল্যান্ডের হ্যম্পশায়ারে আখলাক উর এর জন্ম হলেও চর বছর বয়স থেকেই তার পরিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থায়ী হলে সেখাই বেড়ে উঠেন তিনি।

৫০ বছর বয়সী আখলাক উর চলতি বছর কুইন্স কাউন্সিলর হিসেবে নিয়োগ পান।আখলাকুরই প্রথম ব্রিটিশ বাংলাদেশী যিনি কুইন্স কাউন্সিলর হিসেবে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

Advertisement