ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১৯১ জনের, আক্রান্ত ৩৮,৯৭৫ জন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় কিছুটা কমলেও বেড়েছে আক্রান্ত । গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৯৭৫ জন।আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৯৪ হাজার ৫৯২ জন। যুক্তরাজ্যের হাসপাতালে আজও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৯১ জনের ।এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৭৪ জন।সর্বশেষ তথ্যমতে, ব্রিটেনের বিভিন্ন হাসাপাতালের আইসিইউতে ১ হাজার ৪৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। যুক্তরাজ্যে আজ পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন। আর টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৪ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৯৩৬ জন।

Advertisement