ব্রিটেনে করোনায় শুক্রবার ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৬,২৩৮ জন

ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ১ সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। এর ফলে আগামী ২১ জুন পূর্ণাঙ্গ লকডাউন প্রত্যাহারের তারিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,২৩৮ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫,২৭৪ জন, বুধবার ছিলো ৪,৩৩০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৬ হাজার ১৮ জন।এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১১ জন, বুধবার ছিলো ১২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮২৩ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫৪ জন।এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৬৯৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৪৪ জন।

Advertisement