ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটটবাংলা২৪ ডটকম টিমের এক বিশেষ পর্যালোচনা সভা বুধবার পূর্ব লন্ডনেরএকটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়৷ গত ১৬ই মে আনুষ্ঠানিকভাবে পুনর্যাত্রা করে ব্রিটবাংলা। অল্প সময়ের ভেতরে বেশ জনপ্রিয়তা অর্জন করে বিলাতের অন্যতম এই বাংলা নিউজ অনলাইন পোর্টালটি। পাঠকের চাহিদার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বস্তনিষ্টতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে পাঠকের সামনে আরো বেশি তথ্যবহুল সংবাদ হাজির করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় পর্যালাচনা সভায়। এতে ব্রিটবাংলার পঞ্চরত্ন যথাক্রমে সম্পাদক কামাল মেহেদী, নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আ স ম মাসুম, আইটি সম্পাদক ওয়ালিদ বিন খালিদ এবং কমিউনিটি সম্পাদক রেজাউল করিম মৃধা উপস্থিত ছিলেন।
Advertisement