ব্রেক্সিটের প্রভাবে ইউকের প্রতিটি পরিবারে বছরে ১ হাজার পাউন্ড ব্যয় বাড়ার সম্ভাবনা : Brexit barriers could cost households £1k each, report argues

ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিটের প্রভাবে বাণিজ্যিকখাতে বিভিন্ন বাধার ফলে ইউকের প্রতিটি পরিবারে বছরে প্রায় ১ হাজার পাউন্ডের বেশি ব্যয় বেড়ে যাতে পারে বলে সতর্ক করেছে একটি কনসালটেন্সি ফার্ম।

আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম অলিভার ওয়েম্যানের এক রিপোর্টে এই আভাস দেওয়া হলেও রিপোর্টটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে প্রকাশিতব্য এই রিপোর্টের উপর বিবিসিতে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ব্রেক্সিটের পর উচ্চমূল্যের আমদানি শুল্ক এবং বিভিন্ন পর্যায়ের নিয়ন্ত্রণমূলক বাধার ফলে অর্থনৈতিকভাবে বছরে প্রায় ২৭ বিলিয়ন পাউন্ড মূল্য দিতে হবে বৃটেনকে।

ব্রেক্সিটের পর যে পরিমান পেপারওয়ার্ক বৃদ্ধি পাবে এবং কাস্টমস চেকে যে পরিমান বিলম্ব হবে শুধুমাত্র তাতেই একেকটি পরিবারের বছরে ১ শতাংশ অর্থাৎ আড়াইশ পাউন্ড ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে বছরে প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডের নেতিবাচক প্রভাব ফেলবে বলে রিপোর্টে উল্লেখ করা হবে। অন্যদিকে পন্যদ্রব্য সরবরাহে বিভিন্ন রকমের বাধার ফলে ‍সুপার মার্কেট এবং রেষ্টুরেন্টগুলো লাভের মুখ দেখবে না বলেও সতর্ক করা হবে এই রিপোর্টে।

ব্রেক্সিটের নেতিবাচক অর্থনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন সময় প্রকাশিত সরকারী এবং বেসরকারী গবেষণা রিপোর্টের উপর জরিপ চালিয়ে এই রিপোর্ট তৈরী করা হয়েছে।

ব্রেক্সিট প্রক্রিয়ার ফলে ইতোমধ্যেই ইউকের প্রতিটি পরিবারে নেতিকবাচক অর্থনীতির প্রভাব পড়তে শুরু করেছে বলে স্বীকার করেছে ব্যাংক অব ইংল্যান্ডও।

 

Brexit barriers could cost households £1k each, report argues

Households could be left up to £1,000 a year worse off because of Brexit trade barriers, a report will suggest.

Global consultancy firm Oliver Wyman will say that under the most negative scenario of high import tariffs and high regulatory barriers the cost to the economy could total £27bn.

Business profits for supermarkets and restaurants could be wiped out because of supply chain disruption.

A rise in costs would likely be passed on to consumers, the report will argue.

The analysis, to be published next week and seen by the BBC, will make clear that even under the most favourable scenario of no tariffs and few regulatory barriers, there are likely to be increased “red tape” costs.

It will suggest that increased paperwork and delays for customs checks are likely to increase household costs by 1% a year, or £250 per household. The total cost to the economy would be £6.8bn.

The report follows a number of studies, including by government officials, that say there is likely to be a negative economic impact from Brexit.

The Bank of England has also said that the Brexit process has already cost households money.

Gerard Lyons, of the Economists for Brexit group, which supports Britain leaving the EU, said that although there might be a short-term “hit” from leaving the EU and the political process had not been “ideal”, the greater room for manoeuvre for Britain once out of the union would have economic advantages.

Advertisement