ব্রেসসিয়ার বিপক্ষে জয়ে শীর্ষে জুভেন্টাস

ব্রিট বাংলা ডেস্ক :: ব্রেসসিয়ার বিপক্ষে জিতে সিরি-এ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো জুভেন্টাস। মঙ্গলবার রাতে ব্রেসসিয়ার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে তুরিনের ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রেসসিয়ার। চতুর্থ মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড আলফ্রেদো গোল করে দলকে এগিয়ে দেন।

প্রতিপক্ষের ভুলে ৪০ মিনিটের মাথায় সমতায় ফেরে জুভেন্টাস। কুয়াদরাদোর কর্নারে বল ডিফেন্ডার জন চান্সেলরের মাথা ছুঁইয়ে জালে জড়ায়। ৬৩ মিনিটের মাথায় জয়সূচক গোলের দেখা পায় জুভেন্টাস। মিরালেম পিয়ানিচ গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

Advertisement