ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী ও স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা গেছেন। ঘটনার সময় তারা দু’জন ছাড়া বাসায় আর কেউ ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছে।ঘটনাটি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।তিনি বলেন, আইনি প্রক্রিয়ার শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Advertisement