ভারতের মধ্যাঞ্চলে বামপন্থী ২৩ বিদ্রোহীর আত্মসমর্পণ

ব্রিট বাংলা ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিসগড়ে নকশালবাদী ২৩ বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘২৩ চরমপন্থী বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। নারায়ণপুর জেলায় সপ্তাহান্তে তারা আত্মসমর্পণ করে। তারা সমাজের মূলধারায় ফিরে আসতে চায়।’ খবর সিনহুয়া’র।

ছত্তিসগড়ে প্রায়ই নকশালবাদীরা সহিংসতা চালায়। বিদ্রোহীরা জানায়, তারা আদিবাসী ও গ্রামীণ দরিদ্র মানুষের ভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। ১৯৬০ এর দশকে পশ্চিমবাংলায় এই বিদ্রোহী তৎপরতা শুরু হয়। সিনহুয়া।

Advertisement