ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সতর্কতা হিসেবে ভারত এবার বিমান চলাচলের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত বারোটার পর আর কোনো বিমানের অভ্যন্তরীণ উড়ান চালানো যাবে না। ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। রোববার থেকে ভারতে সব আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামাও বন্ধ করে দেয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তবে বিভিন্ন বিমান সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিলেও কিছু সংখ্যায় বিভিন্ন শহরের মধ্যে বিমান চালাচ্ছিল। এবার সেই ক্ষেত্রে রাশ টানা হয়েছে। বলা হয়েছে, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সব বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের ওঠানামা বন্ধ করতে হবে। সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যাত্রীবাহী বিমান অবতরণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিলেন। তিনি এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও দিয়েছিলেন।
কলকাতাসহ পশ্চিমবঙ্গের অন্যান্য বিমানবন্দরে রোজ ফ্লাইট আসা চালু থাকলে কিছুতেই লকডাউন কার্যকর সম্ভব নয় বলে চিঠিতে লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লিখেছিলেন, সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য আমরা যে কঠিন লড়াই করছি, তার কোনও ব্যবস্থা না রেখে ভারত সরকার এখনও বিমানে যাতায়াত অব্যাহত রাখায় কোয়ারেন্টিন বিধি এবং শাটডাউনের ব্যবস্থার সাঙ্ঘাতিক ক্ষতি হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই একই দাবিতে সোচ্চার হয়েছিলেন।